Latest Update
মানুষ যখন অকৃত্রিম সারল্যে মনের ভাব ও গভীর আত্মোপলব্দিকে ভাষা দিতে চেয়েছে, মানুষের অন্তর মানস বিকাশের জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তখনি সে আশ্রয় নিয়েছে সাহিত্যের। মানুষের যে মন ভাবে, চিন্তা করে, উপলব্ধি করে, সৌন্দর্যে ও মহত্বে যে মন বিকশিত হয়ে ওঠে, অন্যায় অবিচারে যে মন বিক্ষুদ্ধ, মিথ্যা ও অধর্মে যে মন চির বিদ্রোহী, সত্য মনুষ্যত্বের অগ্নিস্পর্শে যে মন প্রদীপ্ত তারই প্রকাশ ও রূপায়ন ঘটে সাহিত্যে নানাভাবে ও বিচিত্র রূপে।আর সাহিত্যচর্চা মানুষের মধ্যে শুভবোধের বিকাশ ঘটায়। মানুষের অমিত সম্ভাবনার দ্বারকে উন্মোচিত করে এবং বহুমাত্রিক সৃজনশীলতার বিকাশ ঘটায়।
নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভার্থী, হিতাকাঙ্ক্ষী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনার কুশলী বিনির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশসেরা হিসেবে গড়ে তুলতে চাই।