• netragov.girlshschool@ymail.com
  • 02998827345

প্রধান শিক্ষকের বার্তা

Swapna Rani Sarker

Headmaster, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

মানুষ যখন অকৃত্রিম সারল্যে মনের ভাব ও গভীর আত্মোপলব্দিকে ভাষা দিতে চেয়েছে, মানুষের অন্তর মানস বিকাশের জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তখনি সে আশ্রয় নিয়েছে সাহিত্যের।  মানুষের যে মন ভাবে, চিন্তা করে, উপলব্ধি করে, সৌন্দর্যে ও মহত্বে যে মন বিকশিত হয়ে ওঠে, অন্যায় অবিচারে যে মন বিক্ষুদ্ধ, মিথ্যা ও অধর্মে যে মন চির বিদ্রোহী, সত্য মনুষ্যত্বের অগ্নিস্পর্শে যে মন প্রদীপ্ত তারই প্রকাশ ও রূপায়ন ঘটে সাহিত্যে নানাভাবে ও বিচিত্র রূপে।আর সাহিত্যচর্চা মানুষের মধ্যে শুভবোধের বিকাশ ঘটায়। মানুষের অমিত সম্ভাবনার দ্বারকে উন্মোচিত করে এবং বহুমাত্রিক সৃজনশীলতার বিকাশ ঘটায়।

নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভার্থী, হিতাকাঙ্ক্ষী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে পরিকল্পনার কুশলী বিনির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশসেরা হিসেবে গড়ে তুলতে চাই।

আরও পড়ুন

প্রতিষ্ঠানের ইতিহাস

ইতিহাস, ঐতিহ্য ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নেত্রকোণার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ হলো নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। নেত্রকোণা জেলার নারী শিক্ষা প্রসারে কয়েকজন মহাত্না মিলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। যাঁদের মধ্যে শিক্ষানুরাগী জনাব ফুল কিশোর রায় চৌধুরী ও জনাব নিখিল নাথ এঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠাকাল থেকেই প্রতিষ্ঠানটি এই জেলায় নারী শিক্ষার প্রসার ও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ সহ নারী সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যা ১৯৩৭ সালে প্রতিষ্ঠা করা হলেও জাতীয়করণ করা হয় স্বাধীনতার এক বছর পূর্বে ১৯৭০ সালে। ২০১০ সালে বিদ্যালয়টিতে ডবল শিফ্ট চালু করা হয়।প্রায় পৌনে দুই একর জমির উপর নির্মিত বিদ্যালয়টিতে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী, প্রধান শিক্ষক ০১ জন, সহকারী প্রধান শিক্ষক ০২ জন, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ৪৯ জন এবং ৩য় ও ৪র্থ শ্রেণির ১০ জন কর্মচারী নিয়ে এক সুবিশাল শিক্ষা পরিবার। সূচনা লগ্নে বিদ্যালয়টিতে ১ম, ২য়, ৩য় শ্রেণি চালু থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলাদাভাবে কোনো শিক্ষক নিয়োগ না দেয়ার কারণে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দ্বারাই প্রাথমিক শাখাটি পরিচালিত হতো। শিক্ষক সংকটের করণে পরবর্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ১৯৮১ সনে ১ম শ্রেণি, ২০০২ সনে ২য় শ্রেণি এবং ২০০৩ সনে ৩য় শ্রেণি প্রাথমিক শাখা থেকে বাদ দেয়া হয়। বর্তমানে উভয় শিফটে ৪র্থ থেকে ১০ম শ্রেনি পর্যন্ত চালু রয়েছে।

আরও পড়ুন

পাঠক্রম বহির্ভূত কার্যক্রম

ছাত্র-ছাত্রী কর্ণার

JSC
HSC

SSC

VIDEO GALLERY

Watch our latest video

Apply Now

ফটো গ্যালারি

এখানে আপনি আমাদের স্কুল সম্পর্কে কিছু পরিসংখ্যান পর্যালোচনা করতে পারেন

50

Teachers

10

Staff

9

Classes

2150

Students